লপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ গত দুদিন ধরে জলপাইগুড়ি এলাহাবাদ ব্যাঙ্ক থেকে SSC-র ফ্রম দেওয়া শুরু হয়েছে। এই কারনে এলাহাবাদ ব্যাঙ্কের শাখা কদমতলা এবং থানা মোড়ে সকাল থেকে ফ্রম তোলার ভীড় শুরু হয়ে যায়। এতে যানযটের ঝামেলা যেমন আছেই তেমনই ফ্রম তুলতে তোলার জন্য বাইরে থেকে আসা ছেলে মেয়েরা প্রানের ঝুকি নিজেদের হাতে তুলে করে ফ্রম নিতে আসছে। ফ্রমের জন্য তারা বাসে ঝুলে এবং বাসের উপরে চরে ফ্রম নিতে আসছে। তার উপর আছে আবার ফ্রমের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা। এখন বেকার যুবক যুবতিদের SSC-র রেজাল্ট কি বলে সেটাই দেখার বিষয়।
প্রানের ঝুকি হাতে নিয়ে ব্যাস্ত যুবক যুবতি