জলপাইগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ আজ থেকে শুরু হয়েছে হলদীবাড়ি হুজুর সাহেবের মেলা। জলপাইগুড়ির রাস্তাঘাট তাই যানযটে পরিপূর্ন। দূর দুরান্ত থেকে আসা লোকেদের ভীড়ে মেলা প্রাঙ্গন পরিপূর্ন হলেও শহরের বাসিন্দারা প্রায় নাজেহাল এই যানযটের জন্য। গতকাল বিকেল থেকে যানযটের ভীড় বারতে থাকে এবং তা চলবে আগামিকাল পর্যন্ত। মেলায় যাওয়ার আগে দর্শনার্থীদের ভীড় জমে পুরাতন মসজিদ কালু সাহেবের দরবারে। সেখানে দোকানের সংখ্যা এবং দর্শনার্থীদের ভীড় মিলে এক জমজমাট পরিবেষ।
কালু সাহেব দরবারের সামনে