
জলপাইগুড়ি, ৫ জুলাইঃ- নাড়কেল গাছ একটি বহু মূল্যবান এবং উপকারি গাছ। নাড়কেল গাছ বহুদিন বাঁচে। তার শিকড় বহু দূর পর্যন্ত প্রসারিত হয়। নাড়কেল গাছ সারা বছর ফল দেয়। নাড়কেল গাছের পাতা থেকে ঝাঁটা তৈরী হয়। শলা নেওয়ার পর যে পাতা পড়ে থাকে তা জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়। নাড়কেল গাছের উপকারিতা থেকে বলা হয় নাড়কেল গাছ একটি ছেলের সমান। বজ্রপাতের সময় নাড়কেল গাছ বাজকে টেনে নেয়। বাড়ি ঘর মানুষকে বিপদের হাত থেকে বাঁচায়। দক্ষিন ভারতের সাথে উওর ভারতেও প্রচুর নাড়কেল গাছ দেখা যায়। এত উপকারিতা আছে বলেই নাড়কেল গাছ কাটা কে বাড়ির অমঙ্গল বলে মনে করা হয়।