
জলপাইগুড়ি, ১৫ জুনঃ- জলপাইগুড়ি চা শিল্পে একটি গুরুত্বপূর্ন জায়গা দখল করে আছে। জলপাইগুরির আশে পাশে প্রচুর চা বাগান অবস্থিত। চা একটি অর্থকরী ফসল ও রপ্তানি পন্য। নিজের দেশের আভ্যন্তরীন চাহিদা মিটিয়ে প্রতি বছর কয়েক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়ে থাকে।
চা এর অনুকূল পরিবেশ। চা তার বৃদ্ধিতে কিছুটা আরণ্যক পরিবেশ পছন্দ করে। উষ্ণ ও আর্দ্র পরিবেশ যেখানে, তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত ২০০০ মিলিমিটারের উপরে। ঢালু পাহাড়ি সমতল চা চাষের জন্য উপকারি। বাতাসে জলীয় বাস্পের পরিমান বেশী অর্থাৎ আদ্রতা ৭০ থেকে ৯০% সেই এলাকা চা চাষের আদর্শ পরিবেশ। এছাড়া মাটি বেলে এবং দোঁয়াশ হওয়া আবশ্যক। গাছের বীজগুলি ২০ সেন্টিমিটার ত্রিভূজ দুরত্বে লাগাতে হবে। বীজ তলায় ছায়া প্রদান আবশ্যক। প্রতি বেডে ৬০ থেকে ৭৫ সেন্টিমিটার উচুঁতে ছন বা বাঁশের চাটাই দিয়ে ছায়ার ব্যাবস্থা করতে হয়। নার্সারিতে জলের সেচ ব্যবস্থা করতে হবে। টিলা বা পাহাড়ী ঢাল যুক্ত জমি চা চাষের পক্ষে উপযোগী।