Thursday, June 2, 2011

১৯ শে জৈষ্ঠ্য লোকনাথ বাবার তিরোধান দিবস




জলপাইগুড়ি, ২ জুনঃ- ১৯ শে জৈ্ষ্ঠ্য , আগামীকাল শ্রী শ্রী বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস। জলপাইগুড়ির প্রসিদ্ধ যোগমায়া কালীবাড়িতে বাবার বিরাট মন্দির স্থাপিত। আগামীকাল লোকনাথ মন্দিরে বাবা লোকনাথ ব্রম্মচারী মহারাজের সারাদিন ধরে স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। মন্দির থেকে সমস্ত ভক্তগনকে সাদর আমন্ত্রন জানান হয়েছে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)