
জলপাইগুড়ি, ১২মেঃ- এই পৃথিবীতে যত প্রাকৃতিক সম্পদ আছে তা দিয়ে পৃথিবীর প্রতিটি মানুষেরই প্রয়োজন মেটানো সম্ভব, কিন্তু একদিন মানুষেরো লোভ মেটানো অসম্ভব। অথচ বছরের পর বছর মানুষের অন্তহীন লোভ মেটানো অসম্ভব। অথচ বছরের পর বছর মানুষের অন্তহীন লোভ বৃদ্ধি পাওয়ায় আজ পৃথিবীর বুক থেকে বন ও বন্যপ্রাণীরা একের পর এক বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারই এক নিদর্শন এক শৃঙ্গঁ গন্ডার।