জলপাইগুড়ি,১১ মেঃ- প্রেমে প্রত্যাক্ষ্যাত হয়েই ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকের সারা শরীরে আঘাত হেনেছে। জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ারের কলেজ পাড়ার বাসিন্দার মেয়ে কাজের সূত্রে শিলিগুড়িতে কলেজ পাড়ায় কয়েকজন মিলে বাসা বাড়ি ভাড়া করে থাকতেন। সেবক রোডে একটি শপিং মলে কাজ করার সূত্রে ঐ মলের এক ছেলের সাথে তার পরিচয় পরে ঘনিষ্ঠতা হয়। একই মলে ছেলেটি কলকাতার চাকরি করতেন এবং বাড়ীও কলকাতায়। ইতি মধ্যে মেয়েটি মলের চাকরি ছেড়ে একটি মাইক্রফাইনান্সে যোগ দেয়। সাথে সাথে ছেলেটির থেকেও দুরত্ব বাড়তে থাকে। এভাবে কিছুদিন যাওয়ার পর ছেলেটি সোজা শিলিগুড়ি এসে মেয়েটিকে আক্রমন করে।
ইতিমধ্যেই বাবা, দাদা এসে ছেলেটির নামে পুলিশে অভিযোগ করেছেন। মেয়েটি জানিয়েছেন অন্ধকারে কে তাকে আক্রমন করেছে তিনি জানেন না।তবে ৩২ টি সেলাই নিয়ে মেয়েটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)