জলপাইগুড়ি, ৫ মেঃ- জলপাইগুড়ি শহরের অন্যতম তথা প্রধান জনবহুল বাজার দিনবাজার। জলপাইগুড়িবাসীর নিত্যনৈতিক সঙ্গী এই দিনবাজারের সংস্কার কখন হয়েছে বলে মনে হয় না।বাজারের মধ্যে সরু রাস্তা তার দু ধারে পসরা সাজিয়ে বসেছে চাষীরা।পাশে করলা নদী জঞ্জালে স্তুপ। জঞ্জালের স্তুপ এবং পসরা মিলেমিশে একাকার হয়ে গেছে। নাকে রুমাল দিয়ে তারপর বাজার করতে হয়। বর্ষাকালে নদীর জল উপচে পড়ে কাঁচাবাজার ,মাছের বাজার, জঞ্জাল সব মিলে মিশে একাকার হয়ে যায়।যতুগৃহে পরিনত হয়। জলপাইগুড়ির পৌরপতি বাজারের ভেতরের রাস্তার সংস্কার করতে শুরু করেছে তাকে সবরকম সাহায্য করছে বাজার কমিটি। জলপাইগুড়ির পৌরপতি বাজারের এই অবস্থা ব্যাপারে অবগত। তিনি ১৪ কোটি টাকা খরচ করে এক প্ল্যান প্রজেক্ট করে, বাজার কমিটির পরামর্শ নিয়ে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)