
জলপাইগুড়ি, ১০ নভেম্বরঃ- আসন্ন ছট পূজা উপলক্ষে জলপাইগুড়ির করলা এবং তিস্তার পাড়ে বিহারী সম্প্রদায়ের মানুষ কলাগাছ দিয়ে চৌকো চৌকো করে তার মধ্যে রঙ্গিন কাগজ লাগিয়ে পুর পাড় রঙ বে রঙের করে তুলেছে। বলাবাহুল্য এআখন সব সম্প্রদায়ের মানুষ সব সম্প্রদায়ের রীতিনীতিতে মিলিত হয়েছে। কালীপূজোর বিসর্জনের সাথে সাথে ছটপূজোর উদ্দীপনা চোখে পড়ার মত।