
জলপাইগুড়ি, ১৭ নভেম্বরঃ- জলপাইগুড়ি জেলার রাঙ্গালিবাজনায় আবার রেল দূর্ঘটনায় একটি হাতির মৃত্যু হল। হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে ছিল। পরিবেশপ্রেমী এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার দাবি বনবিভাগ এবং রেল দফপ্তরের গাফিলতিতে একের পর এক মৃত্যু হচ্ছে হাতির। বনকর্মীরা ট্রেন আসার আগে যদি হাতির পালকে তাড়িয়ে জঙ্গলে ঢুকিয়ে দিত অথবা রেলবিভাগে আগের ষ্টেশনে ফোনে জানিয়ে দিত তা হলে হয়ত এই দূর্ঘটনা এড়ান যেত। কিচ্ছু দিন আগেই ঘটে গেল বন্য সংরক্ষণ সপ্তাহ। বনকর্মীরা টর্চ দিয়ে ইসারা করা সত্বেও রেলের গতি এত বেশী ছিল যে গাড়ীর চালক তা নিয়ন্ত্রন করতে পারে নি।