
জলপাইগুড়ি,১২ নভেম্বরঃ- রাজ্যের পর্যটন মন্ত্রী জলপাইগুড়ির তিস্তা পর্যটক আবাসে বিভিন্ন সরকারি অফিসারদের সাথে বৈঠক করার পর সাংবাদিকদের জানান যে, জলপাইগুড়ি জেলায় তিনটি পর্যটন আবাস খুলবে এবং এটা নির্মান করবে রাজ্যের পর্যটন বিভাগ। ফালাকাটার কুঙ্গনগরে, গজলডোবায়, মূর্তি নদীর পাশে। রাজ্য সরকার বেশী করে বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা করেন। আমবাড়ী ফালাকাটাতেও একটি শিল্পতালুকের কাজ চলেছে। এতে বানিজ্যিকভাবে উন্নতির সাথে সাথে কিছু কর্মসংস্থানও হবে।