Thursday, July 29, 2010

"নিখোজ জলপাইগুড়ির এক কাপড় ব্যবসায়ী"

জলপাইগুড়ি, ২৯শে জুলাইঃ গত সোমবার কোচবিহার থেকে ব্রক্ষ্মপুত্র মেলে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরেও বাড়িতে পৌছেতে পারেননি বিকাশ অগ্রবাল। বিকাশ আগ্রবাল একজন কাপরের ব্যবসায়ী, দিন বাজারের বাসিন্দা।  ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোজ হয়েছেন বিকাশ আগ্রবাল। পরিবারের সূত্রে জানা যায়, ট্রেনটি ২টা নাগাদ রোড স্টেশনে পৌছলেও ট্রেনে বিকাশ বাবুকে দেখা যায়নি। ঘটনা কালিন বিকাশ বাবু বাড়িতে ফোন করে ফেরার কথা জানান এবং ট্রেনটি লেট থাকায় বাড়ির লোককে গাড়ি নিয়ে স্টেশনে  থাকার কথা বলেছিলেন তিনি। কিন্তু ওই ট্রেনে বিকাশ বাবু কে পাওয়া যায়নি। বিকাশ বাবুর বাবা মহেশ বাবু মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিকাশের নিখোঁজের ডায়েরি করেন। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন বিকাশ বাবু খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে, পুলিশ কর্তৃপক্ষ কথার উপর  আশা করা ছাড়া আর কোন উপায় নেই বিকাশ বাবুর পরিবারের লোকেদের।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)