Monday, July 19, 2010
"জলপাইগুড়িতে দুস্থদের বাড়ি বানাতে সাহায্য করছেন সরকার"
জলপাইগুড়ি, ১৯শে জুলাইঃ ৩০শে জুন রাজ্য সরকার খাস জমিতে ২০ বছরের বেশি সময় ধরে যে সকল দুস্থ লোকেরা বাস করছেন তাদেরকে জমি লিজ দেওয়ার সিদ্ধান্তে আদেশনামা জারি করেছেন। পুর এলাকাগুলিতে খাস জমির উপর যে সকল দুস্থ লোকেরা বাস করছে তাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একএে সহযোগিতা করে বসতি বাড়ি নির্মানের সহায়তা করবেন। শনিবার জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পুর প্রধানের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার এই সিদ্ধান্ত ঘোষনা করেন।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)