জলপাইগুড়ি, ২১ মার্চঃ আজ বাসন্তী পূজা বা বসন্ত দূর্গা পূজার শুরু। বাসন্তী পূজা রামনবমী নামেও পরিচিত। শরত কালে দূর্গা পূজার পর বসন্ত কালে মা দূর্গার দ্বিতীয় আগমন। দূর্গা পূজার রীতি নিয়ম পালন করেই এই বাসন্তী পূজা হয়। দূর্গা পূজার মত ঘটা করে বাসন্তী পূজা না হলেও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বাসন্তী পূজা হচ্ছে। আজ মহাষষ্ঠী, বাসন্তী পূজার প্রথম দিন। শহরের বহু জায়গা আজ তাই সেজে উঠেছে এই পূজার আনন্দে। বাসন্তী পূজা উপলক্ষে সমস্ত পূজা প্রাঙ্গনে আগামি তিনদিন মেলার আয়োজন করা হয়েছে।
বাসন্তী পূজায় মেতে উঠেছে শহর
"সকল জলপাইগুড়ি বাসীকে বাসন্তী পূজার আন্তরীক প্রীতি ও শুভেচ্ছা"