দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি হল। এই উপলক্ষে সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে একটি শোভা যাত্রার আয়োজন করে। এ শোভাযাত্রা চলে গোটা শহর ব্যাপি। এছারা এতে অংশ নেয় স্থানীও বিভিন্ন সমাজসেবি সংস্থা।
সুবর্ন জয়ন্তীর পরীক্রমা