Tuesday, February 9, 2010

"তিস্তার ভাঙ্গনের সংস্কার চাইছে সুকান্তনগর"

জলপাইগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ প্রতি বছর বর্ষার সময় তিস্তা সংলগ্ন এলাকা সুকান্ত কালোনি বিপর্যস্ত হয়ে পরে। গতবছর তিস্তার গর্ভে ২০০ একরের বেশি আবাদি জমি বিলীন হয়ে গেছে। সেবছরই বলা হয়েছিল শীতের সময় পদক্ষেপ নেওয়া হবে কিন্তু এবছর এখন ফেব্রুয়ারি মাস চলাকালিনও সেচ দফতরের কর্তাদের দেখা যায়নি সেই এলাকায়। সুকান্তনগরের বাসিন্দারা তাই এখন উদ্‌বিগ্ন কারন আগামি বর্ষার আগে ভাঙ্গনের কাজে হাত না দিলে তাদের গ্রামের আর অস্তিত্ব থাকবে না, গত বছরের ভাঙ্গনের ঘটনা অন্তত তাই বলে।


এদিকে সেচ দফতরের তরফ থেকে বলা হয়েছে যে সুকান্তনগর কলোনি এবং সংলগ্ন এলাকা বিবেকানন্দ কলোনিতে ভাঙ্গন রোধের কাজ শুরু করা হবে। এই কাজ কবে শুরু হয় এখন সেটাই দেখার বিষয়।








খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)