Thursday, February 4, 2010

এবার জলপাইগুড়ির দাবি "বিমান পরিষেবা"

জলপাইগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ   রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, চা শিল্পপতিমহল, বনিকসভার পাশাপাশি সর্বস্তরের মানুষ এখন সরব হয়েছেন জলপাইগুড়ি জেলায় বিমান পরিষেবা চালু করার জন্য। ৩৮ বছর ধরে জলপাইগুড়ি বিমান পরিষেবার মানচিত্রের বাইরে। বহু আবেদন করা হলেও এই পরিষেবা এখনও চালু হয়নি। অথচ পরিকাঠামো অনুযায়ী বিমানবন্দর সহজেই গড়া যেতে পারে। আট বছর আগে জেলাসাশক পদে পি রমেশকুমার থাকাকালীন জলপাইগুড়ি জেলায় বিমানবন্দর চালু করার প্রস্তাব জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সেই ফাইল এখনও সেই ভাবেই পড়ে আছে।

সত্তর দশকে আমবাড়ি-ফালাকাটা থেকে বিমান চলাচল করত, যাত্রী পরিষেবা চালু ছিল। ১৯৬৮ সালের বিধ্বংসী বন্যা যোগাযোগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, এবং রেল পরিষেবাও সঙ্কুচিত হয়। জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায় ধারাবাহিকভাবে জেলায় বিমান চালানোর ব্যাপারে দরবার করে আসছেন। এরমধ্যে তিনি দিল্লি গিয়ে বিমানচলাচল মন্ত্রীর সঙ্গে দেখা করে বিমান পরিষেবা চালু করার আর্জি জানাবেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)