Tuesday, November 1, 2011

অবশেষে তিস্তা সড়ক সেতু উন্নয়নের কাজ শুরু হলো

জলপাইগুড়ি ১ ই নভেম্বর : অবশেষে  ঘুম ভঙল ন্যাশনাল হাইওয়ে অথোরিটির।  সোমবার থেকে এই সেতু সংস্কারের কাজ শুরু হলো। তিস্তা ও জলঢাকা সেতু সংস্কারের জন্য ১ কোটি ১ লক্ষ টাকা পাওয়া গেছে। সোমবার সকালে বিধায়ক খগেশ্বর রায় তিস্তা সড়ক সেতু পরিদর্শনে যান। বিধায়ক বেহাল সড়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক ইঞ্জিনিয়ারদের বলেন, দীর্ঘ দিন সেতু সংস্কার না হওয়াতে মানুষের অসুবিধা হচ্ছে। যাত্রীদের আটকে থাকতে হচ্ছে। বিধায়ক এই সংস্কার তারাতারি হওয়ার জন্য অনুরোধ করেছে।
ইঞ্জিনিয়ার জানান, সোমবার থেকেই তিস্তা সড়ক সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। দিবারাত কাজ হবে। ৯০ দিন এর মধে দুটি সেতুর কাজ পুরো সম্পন্ন করা হবে। 

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)