জলপাইগুড়ি ১ ই নভেম্বর : অবশেষে ঘুম ভঙল ন্যাশনাল হাইওয়ে অথোরিটির। সোমবার থেকে এই সেতু সংস্কারের কাজ শুরু হলো। তিস্তা ও জলঢাকা সেতু সংস্কারের জন্য ১ কোটি ১ লক্ষ টাকা পাওয়া গেছে। সোমবার সকালে বিধায়ক খগেশ্বর রায় তিস্তা সড়ক সেতু পরিদর্শনে যান। বিধায়ক বেহাল সড়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক ইঞ্জিনিয়ারদের বলেন, দীর্ঘ দিন সেতু সংস্কার না হওয়াতে মানুষের অসুবিধা হচ্ছে। যাত্রীদের আটকে থাকতে হচ্ছে। বিধায়ক এই সংস্কার তারাতারি হওয়ার জন্য অনুরোধ করেছে।
ইঞ্জিনিয়ার জানান, সোমবার থেকেই তিস্তা সড়ক সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। দিবারাত কাজ হবে। ৯০ দিন এর মধে দুটি সেতুর কাজ পুরো সম্পন্ন করা হবে।
ইঞ্জিনিয়ার জানান, সোমবার থেকেই তিস্তা সড়ক সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। দিবারাত কাজ হবে। ৯০ দিন এর মধে দুটি সেতুর কাজ পুরো সম্পন্ন করা হবে।