জলপাইগুড়ি ৩১ অক্টোবরঃ অনেক মিথ্যা শান্তনা দেওয়া হয়েছে এই তিস্তাসড়ক সেতুর সংস্কারের ব্যাপারে। উন্নয়ন কর্তৃপক্ষ থেকে পঙ্কজ মিশ্র জানিয়েছিলেন কালী পুজোর পর তিস্তা সড়ক সেতু সংস্কারের কাজ হবে। কালী পুজোর তিনদিন হবার পরও কোনো কাজ হয়নি। সেতু সংস্কারের ব্যাপারে ছেলেখেলা করছে বলে কংগ্রেস অভিযোগ করেছে। জলপাইগুড়ি জেলা কংগ্রেসে"র সাধারণ সম্পাদক সুভাস বকসি অভিযোগ করেছেন, সেতু সংস্কারে নিয়ে মিথা শান্তনা দেওয়া হেয়েছে।
দীর্ঘ সাত মাস ধরে তিস্তা সড়ক সেতু বেহাল, কিন্তু কর্তৃপক্ষের কোনোও হেলদোল নেই। এই সেতুর রেলিং ভেঙে পড়েছে, কোনো সময় কোনো বড় দুর্ঘটনা হতে পারে।