Saturday, February 25, 2012

দৈনিক আমার জলপাইগুড়ি

একুশে ফেব্রুয়ারির সকালে, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার জন্য বিশেষ উপহার নিয়ে এসেছে The Need Advertisement . "দৈনিক আমার জলপাইগুড়ি" এখনথেকে প্রকাশিত হবে জল্পায়গুরির নিজের খবর নিয়ে. সংস্থার কর্র্ণধার সুমন বসুরায় মনেকরেন জলপাইগুড়ি নামের হলেও এই পত্রিকা সমগ্র উত্তরবঙ্গের জন্য, কিন্তু বৃহদ সাফল্যের জন্য বীজ বোনা হয়েছে মাত্র. পূর্বেও কিছু সংবাদ পত্র জলপাইগুড়ি থেকে প্রকাশিত হলেও সাফল্য পায়নি. এটা একটা চ্যালেঞ্জ মাত্র বলে তিনি মনে করেন.  দৈনিক আমার জলপাইগুড়ি এখন থেকে ইন্টারনেট সংস্করণ প্রকাশিত করবে তাদের নিজস্ব website www.amarjalpaiguri.com . এটি মোবাইলে দেখাযাবে GPRS এর সাহায্যে.

- জলপাইগুড়ি update এর পক্ষ থেকে সাফল্য কামনা করেন সম্পাদক শুভজিত ঘোষ

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)