জলপাইগুড়ি, ১৪ই অক্টোবরঃ সকল মৎসচাষীর মত গুরুচন্দ্র এক মৎসচাষী। গুরুচন্দ্র মৎচাষী হিসেবে যথেষ্টই খ্যাতি অর্জন করেছেন। মাগুর মাছের চাষে বিরাট সাফল্যের অধিকারি গুরুচন্দ্র দাস। ডোবার ধারে দাড়ালে মাগুর মাছগুলি লাফাতে দেখা যায়। 'গুরুর মতন শিষ্য বাহিনী' বলেছেন প্রতিবেশিরাই, মাগুর মাছের কান্ড দেখে।
জলপাইগুড়ি আসাম মোড়ের ধারে এই ডোবার অবস্থান। গুরুচন্দ্র দাস জানিয়েছেন যে পাঁচ বছর ধরে এই ডোবায় মাগুর মাছের ছাষ করছেন, প্রায় পাঁচ হাজার মাগুর মাছ রয়েছে এই ডোবায় এবং তিনি আরও জানিয়েছে যে এক একটি মাছের গড় ওজন আটশো গ্রাম থেকে এক কেজি। এই ডোবাতে মাগুর মাছ দেখবার জন্য প্রতিদিন মানুষ ভিড় করছেন।
জলপাইগুড়ি আসাম মোড়ের ধারে এই ডোবার অবস্থান। গুরুচন্দ্র দাস জানিয়েছেন যে পাঁচ বছর ধরে এই ডোবায় মাগুর মাছের ছাষ করছেন, প্রায় পাঁচ হাজার মাগুর মাছ রয়েছে এই ডোবায় এবং তিনি আরও জানিয়েছে যে এক একটি মাছের গড় ওজন আটশো গ্রাম থেকে এক কেজি। এই ডোবাতে মাগুর মাছ দেখবার জন্য প্রতিদিন মানুষ ভিড় করছেন।