জলপাইগুড়ি, ১৩ই অক্টোবরঃ খরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে সানুপাড়ার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতের সদস্য ছায়া ঘোষ অসামাজিক নানা কার্যকলাপের অভিযোগ নিয়ে পুলিশি টহলের দাবি জানিয়েছেন।
সানুপাড়া রেললাইনের ধারে এবং গদাধর ক্যানেলে মদ, ডেন্দ্রাইট, গাঁজা অনেক বিক্রি হয়, নানারকম জুয়ার আসর বসে বলে অভিযোগ করেছেন পঞ্চায়েতের সদস্যরা। বুধবার জলপাইগুড়ি পুলিশ সুপারের দপ্তরে ছায়া দেবী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বেআইনি এই ব্যবস্থা বন্ধ করতে পুলিশি টহল জারি দাবি করেছেন পঞ্চায়েতের সদস্য ছায়া ঘোষ।
সানুপাড়া রেললাইনের ধারে এবং গদাধর ক্যানেলে মদ, ডেন্দ্রাইট, গাঁজা অনেক বিক্রি হয়, নানারকম জুয়ার আসর বসে বলে অভিযোগ করেছেন পঞ্চায়েতের সদস্যরা। বুধবার জলপাইগুড়ি পুলিশ সুপারের দপ্তরে ছায়া দেবী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বেআইনি এই ব্যবস্থা বন্ধ করতে পুলিশি টহল জারি দাবি করেছেন পঞ্চায়েতের সদস্য ছায়া ঘোষ।