Saturday, October 15, 2011

৪ঠা নভেম্বর মুজুরি চুক্তি নিয়ে আবার বৈঠক

জলপাইগুড়ি ১৫ই অক্টোবরঃ রাজ্য সরকার উত্তরবঙ্গের তরাই এবং ডুয়ার্সের চা শ্রমিকদের মজুরি চুক্তির জন্য আগামি ৪ নভেম্বর কলকাতায় ত্রিপক্ষিক বৈঠক ডেকেছেন। এ ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে শুক্রবার। চা শ্রমিকদের মজুরি চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩১শে মার্চ। বর্তমানে ৬৭ টাকা চা শ্রমিকরা দৈনিক মজুরি পাচ্ছে। মজুরি চুক্তির জন্য আগে ৬টি বৈঠক হলেও কোন সমাধান সুত্র বের হয়নি। আইএনটিইউসি নেতা অলোক চক্রবর্তী জানিয়েছেন শ্রমিক পক্ষে যুক্তি সংগত দাবি মালিক পক্ষের মেনে নেওয়া উচিৎ বলে তিনি মনে করেন। 

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)