Wednesday, September 21, 2011

ভূমিকম্পে তিস্তাপারের গ্রামে জল সমসা

জলপাইগুড়ি ২১সেপ্টেম্বর : ভূমিকম্পের জেরে তিস্তাপারের গ্রাম বিবেকানন্দ পল্লিতে ৫শতাশিক পরিবারের পথে এসে বসার উপক্রম. কুয়োর ওপর নিভরশীল এই গ্রামের  পানীয় জল সরবরাহ ব্যবস্থা.  ভূমিকম্পের ফলে  কুয়ো গুলিতে বালুর পুরু আস্তরণ. কিছু  কিছু  বাড়িতে থাকা টিউবওয়েল গুলি উপড়ে পড়েছে. এই জলের কষ্ট দুই দিন ধরে  দুই হাজারের বেশি  গ্রামবাসীকে উপোভগ  করতে হচ্ছে.জলপাইগুড়ি পুরসভা এগিয়ে অসেছে জল পরিসেবা দেবার জন্য.               

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)