Tuesday, May 24, 2011

মন্ত্রী খুনের বিচার প্রার্থী ছেলে (অবসর প্রাপ্তকর্মী)

জলপাইগুড়ি,২৪ মেঃ- জলপাইগুড়ির কদমতলার বাসিন্দা মন্টু বর্মন ছিলেন প্রাক্তন আবগারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহিনী মোহন মন্ত্রীর ছেলে। তিনিও টেলিফোন বিভাগে চাকরি করতেন এখন অবসর প্রাপ্ত কর্মচারী। জলপাইগুড়ি কেন্দ্র থেকে নির্বাচিত মোহিনী মোহন বর্মন ছিলেন জলপাইগুড়ির রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি প্রফুল্ল রায়ের মন্ত্রী সভায় আইন মন্ত্রী ছিলেন। ১৯৪৯ সালে ১লা জানুয়ারি কলকাতার একটি হোটেলে মোহিনী মোহন গুলিবিদ্ধ হয়ে মারা যান। মন্টু বর্মন বলেন বাবার মৃত্যুর সময় তার বয়স ছিল ৪ বৎসর। দাদাকে সরকারি বিভাগে চাকরি দেওয়া হয়েছিল। তৎকালীন মূখ্যমন্ত্রী বিধান রায় তার মাকে চিঠি পাঠিয়ে সমবেদনা জানিয়ে ছিলেন। আজ ৬২ বছর অতিক্রান্ত অবসরপ্রাপ্ত টেলিফোন কর্মী মন্টু রায় সংবাদ পত্র মারফত খবর পান সদ্য নিযুক্ত লড়াকু মূখ্যমন্ত্রী তার বাবার মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)