জলপাইগুড়ি ১৯ জানুয়ারীঃ প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্বরনে জলপাইগুড়ি জেলা পার্টি অফিস থেকে এক বিশাল শোকমিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত শোকমিছিল জলপাইগুড়ি পরিক্রমা করে জেলা কার্যালয়ে এক শোকসভার মধ্য দিয়ে ৫.৩০ এ সমাপ্ত হয়েছে। এছাড়াও জলপাইগুড়ির বিভিন্ন মহলে জ্যোতি বসুর স্বরনে স্বরন বেদীতে মাল্যোদান করা হয়।
গতকাল, ১৮ জানুয়ারী রাজ্যের সমস্ত কার্যালয় বন্ধ থাকে এবং আজও সমস্ত সরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকে।
কমরেড জ্যোতি বসুর স্বরনসভা