Tuesday, April 27, 2010

"কুমুদিনী বালিকা বিদ্যালয়ের শিক্ষাদান শিবির"

জলপাইগুড়ি, ২৭ এপ্রিলঃ   কেন্দ্রীয় প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদের উদ্যোগে “National Service Scheme” এর অন্তর্ভুক্ত দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেনীর একশ(১০০) জন সদস্যা ছাত্রী বিদ্যালয় থেকে প্রায় ২ km দূরে “পোড়া পাড়া” গ্রামের প্রতি পরিবারে সমীক্ষা করে ৭৫ জন মহিলাকে একত্রিত করে তাদের সাক্ষর করার উদ্যোগ গ্রহন করে। এই উদ্দেশ্যে ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত একটি শিবিরের আয়োজন করা হয়েছিল

এই শিবিরে ২৪ এপ্রিল শেষ হলেও শিক্ষাদান প্রিকৃয়া দীর্ঘদিন ধরে চলবে যাতে ঐ মহিলারা স্বল্প শিক্ষিত হয়ে সমাজে চলবার পথের প্রতিবন্ধকতা দূর করতে পারে।
ছাত্রীদের শিক্ষাদানের আয়োজন

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)