
জলপাইগুড়ি, ২ জুনঃ- ১৯ শে জৈ্ষ্ঠ্য , আগামীকাল শ্রী শ্রী বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস। জলপাইগুড়ির প্রসিদ্ধ যোগমায়া কালীবাড়িতে বাবার বিরাট মন্দির স্থাপিত। আগামীকাল লোকনাথ মন্দিরে বাবা লোকনাথ ব্রম্মচারী মহারাজের সারাদিন ধরে স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। মন্দির থেকে সমস্ত ভক্তগনকে সাদর আমন্ত্রন জানান হয়েছে।