Wednesday, June 1, 2011

সার্কিট বেঞ্চ নিয়ে পদক্ষেপ

জলপাইগুড়ি, ১ জুনঃ- জলপাইগুড়িবাসীর বহুদিনের আশা নিরাশার জায়গা সার্কিট বেঞ্চ। সার্কিট বেঞ্চের প্রস্তুতিতে বিচারকদের থাকবার জায়গা এমন কি সার্কিট বেঞ্ছের আসবার পত্র সব কিনে রেডি। দামি দামি আসবারপত্রগুলির স্থান হয়েছে স্পোর্টস কমপ্লেক্সে। অযত্নে, ধূলোর পুরু আস্তরনে, ছয় বছরের ভারে সেগুলি প্রায় বাতিলের পথে। কোয়াটারগুলি তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। একদিন সার্কিট বেঞ্চ যেমন মানুষের মনে জোয়ার এনে ছিল সেই জোয়ার এখন নতুন সরকারের কাছে জলপাইগুড়িবাসীর দাবি। এ ব্যাপারে নতুন সরকার পদক্ষেপ নেবেন বলে আশা।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)