
জলপাইগুড়ি, ৩ নভেম্বরঃ- জলপাইগুড়ি বাসিন্দাদের দাবি জলপাইগুড়িতে একটি মেডিকেল কলেজ হক। জলপাইগুড়ির বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন টিবি হাস্পাতালের সামনে যে জমিন পড়ে আছে সেখানে মেডিকেল কলেজ তৈরী হবে। সত্যিই যদি জলপাইগুড়িবাসী মেডিকেল কলেজ উপহার পায় তাহলে গ্রামে গঞের মানুষদের আর শিলিগুড়ি যেতে হবে না। যারা মেধাবী বাইরে সুযোগ পায় না তারা পড়ার সু্যোগ পাবে।