জলপাইগুড়ি, ৪ নভেম্বরঃ- জলপাইগুড়ির এ সি কলেজ অব কর্মাসের অধ্যাপক ডঃ সিদ্ধার্থ সরকার নারীপাচার নিয়ে গবেষণা করছেন। উত্তরবংগ তথা অরুনাচল সিকিমে নারী পাচারের সংখ্যা বেশী এবং এখানে দেহ ব্যবসাও রমরমা।
ভারতের প্রায় ২ লক্ষ্য মেয়ে এই ব্যবসার সাথে জরিত। বয়স ১৮ থেকে ৩৫। যারা অর্থনৈতিক দিক থেকে দূর্বল তাদের কাজের লোভ দেখিয়ে বিক্রি করে দেওয়া হছে টাকার পরিবর্তে তার বেশীর ভাগ পরিনতিই পতিতালয়। ডঃ সরকার জানান বড় বড় শহর গুলিতে নারীপাচারের সংগে সংগে শিশু পাচার হচ্ছে।অধ্যাপক এই নারীপাচার গবেষণার জন্য কেন্দ্রিয় সরকারের সহযোগিতায় থাইল্যান্ড যাচ্ছেন এ বিষয়ে আলোচনা করতে। পরিসংখ্যান ঘেঁটে দেখা যাছে এই পতিতালয়ের মালিকদের মাসিক আয় কম নয়। দিল্লী ৩২০০ হাজার, বোম্বে৪০ হাজার, কলকাতা ৩২০০ হাজার।