Friday, April 9, 2010

"জলপাইগুড়ি জ়েলার ময়নাগুড়ি ব্লকের চাষীদের মাথায় হাত"

জলপাইগুড়ি, ৯ এপ্রিলঃ ময়নাগুড়ি ব্লকের কন্যাবাড়ি বেগুনের সুখ্যাতি সারা রাজ্যে। টানা তিনমাস বৃষ্টি নেই, শুকিয়ে যাচ্ছে খেত, এরই মধ্যে আজ সকালে ময়নাগুড়ির ইন্দিরা মোড় থেকে পাওয়ার হাউস ধুপগুড়ি পর্যন্ত ১ ঘন্টা টানা বৃষ্টি হওয়াতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও চাষীদের চিন্তায় দিন কাটাছে। চাষবাষের প্রধান উপকরন জল, মাটি, সার। কিন্তু জল নেই, মাটি শুকিয়ে চৌচির। পাম্পসেটের মাধ্যমে জল সরবরাহ ব্যয়সাধ্য। মেশিনের মাধ্যমে জল দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। ভূবিদদের মতে জলস্তর অনেক নীচে নেমে গেছে। সবচেয়ে বড় সমস্যা বীজ বোনা। বহু দূর দূর থেকে বহু মানুষ আসে ময়নাগুড়ির কন্যাবাড়িতে বেগুন কিনতে। ক্ষতির সাথে সাথে পাট চাষের ক্ষতি হছে। দরকার উন্নতমানের সেচ ব্যবস্থা। সেটাও ব্যর্থ। ফলে ময়নাগুড়ির চাষীরা ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)