জলপাইগুডি, ৯ এপ্রিলঃ পাত্র-রাহেদুল। পাত্রী-রেজিনা খাতুন
উভয়রই গ্রাম ও থানা- বিদুরদাঙ্গা, মালবাজারএকটি বেসরকারি সংস্থার কর্মী রাহেদুল। দীর্ঘদিন ধরে সম্পর্ক ঐ এলাকার মেয়ে রেজিনার সঙ্গে। প্রলোভন দেখিয়ে রেজিনার সাথে সহবাস করাও পর তাকে বিয়ে করতে আস্বীকার করে রাহেদুল। এদিকে রেজিনার একটি কন্যা সন্তান জন্ম হয়। পরিস্থিতির চাপে রেজিনার বাবা থানায় আভিযোগ করলে পুলিশ তার নামে মামলা দায়ের করে। বর্তমানে রাহেদুল এখন বন্দী। কিন্তু পরে রাহেদুল রেজিনাকে বিয়ে করতে রাজী হয়। আদালতের নির্দেশে মুসলিম কাজির সামনে ইসলাম ধর্মের মূল বাক্য বা ইষ্টমন্ত্র(কলমা)
পরে রেজিনা কে সামনে নিয়ে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন উভয় পক্ষের বাড়ির লোকজনের উপস্থিতিতে। বিয়ের পর রেজিনা নিজের বাড়িতে চলে গেলেও রাহেদুল জেল থেকেই বিদায় জানায় সবাইকে। এখন উভয় পরিবারের রাহেদুলের মুক্তির অপেক্ষা।