Wednesday, January 13, 2010

"বর্তমান যুগেও কদর কমেনি সরার'

জলপাইগুড়ি, ১২ জানুয়ারীঃ   বিশ্বায়নের যুগ,  প্রযুক্তির অনেক অগ্রগতি হয়েছে। কাঠ এবং কয়লার পরিবর্তে সবাই এখন রান্নার গ্যাস ব্যবহারেই স্বাচ্ছন্দ বোধ করে। পৌষ পার্বনের পিঠে এখন বাজারে কিমবা মিষ্টির দোকানে বিক্রি হলেও, বাড়িতেই অধিকাংশরা মাটির সরায় সংক্রান্তির দিনে পিঠে তৈরির নিয়মের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী। ফলে জলপাইগুড়িতে সরা বিক্রেতাদের বাজার এখন ভালোই। ময়নাগুড়ি, রাহুতবাগান সহ সংলগ্ন এলাকার কুমোরদের কারখানা থেকে সরা আসছে বাজারে। জলপাইগুড়ি দিনবাজার, বৌবাজার, পান্ডাপাড়া, স্টেশনপাড়া, বয়েলখানা বাজারে পৌষ পার্বনের দুদিন আগে থেকেই সরার বিক্রি বেড়ে গেছে।


পৌষ পার্বন বাঙালীদের একটি অন্যতম উৎসব। এই দিনটিতে প্রত্যেক বাঙালী তাদের নিয়ম অনুযায়ী উৎসবের ধারা বজায় রাখতে আগ্রহী। সুতরাং, তারা তাদের উপকরন সামগ্রী পেয়ে খুশি। এবং সরা বিক্রেতারাও তাদের ভালো ব্যাবসার জন্য একমত।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)