Tuesday, January 12, 2010

জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ চেয়ে বিধায়কের চিঠি স্বাস্থমন্ত্রীকে...

জলপাইগুড়ি, ১২ জানুয়ারীঃ   জমির অভাবে সরকারি প্রকল্প উন্নয়নের বাধা অজানা নয়। জমি থাকা সত্বেও তা কাজে লাগানো হচ্ছেনা দীর্ঘ ৫২ বছর ধরে। জলপাইগুড়িতে ২০.৪ একর জমি ফাঁকা পড়ে আছে। বলা যেতে পারে সেগুলো এখন আদর্শ গোচারনভূমি। জলপাইগুড়ি টিবি হাসপাতালের সামনে ১৯৫৮ সাল থেকে বিশাল এই জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। জলপাইগুড়ি রোগী কল্যান সমিতির বৈঠকে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের প্রস্তাব উঠেছিল। কিন্তু সেই প্রস্তাব রুপায়ন আজও অধরা থেকে গেছে। এদিকে জেলা হাসপাতালে আধুনিক চিকিৎসার পরিকাঠামো অত্যন্ত জরুরি।  জলপাইগুড়ির বিধায়ক দেবপ্রসাদ রায় এই জমি জনস্বার্থে ব্যবহার করার জন্য রাজ্যের স্বাস্থমন্ত্রী শ্রী সূর্যকান্ত মিশ্রকে চিঠি দিয়ে মেডিক্যাল স্থাপনের দাবী করেছেন।
দিল্লীর একটি বেসরকারী সংস্থা এখানে মেডিক্যাল কলেজ গড়তে আগ্রহী। আগ্রহী  প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জলপাইগুড়িতে এসেছিলেন। তারা কোলকাতায় গিয়ে রাজ্য সরকারের স্বাস্থ বিভাগের প্রতিনিধিদের কাছে তাদের ইচ্ছার কথা প্রায় এক বছর আগে জানিয়ে গেছেন, কিন্তু দূর্ভাগ্যবশত রাজ্য সরকারের পক্ষ থেকে আজও কোন সার্থক পদক্ষেপ গৃহীত হয়নি।
কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক মেডিক্যাল কলেজ ণির্মানের ক্ষেত্রে ২০ একর জমি আবশ্যক হিসেবে সরকারি আদেশনামা প্রকাশ করেছেন। সরকারি এই আদেশনামা প্রসঙ্গ উল্লেখ করে জলপাইগুড়ি বিধায়ক সোমবার চিঠি পাঠিয়েছেন রাজ্যের সাস্থমন্ত্রীকে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)