Saturday, January 2, 2010

"নতুন বছরে খোলা হল শিকারপুর চা বাগান"

জলপাইগুড়ি, ১ জানুয়ারীঃ     শুক্রবার খুলে গেল শিকারপুর চা বাগান। দীর্ঘ ৪ বছর পর এই বাগান পুনরায় ছন্দে এল। অপারেটিং ম্যানেজমেন্টের পক্ষ থেকে বাগানের কর্তৃত্ব দেওয়া নতুন বাগীচা কর্তৃপক্ষের হাথে আদিবাসীর নৃত্যের মাধ্যমে বাগীচা কর্তৃপক্ষকে বরণ করা হয়। চুক্তির অনুসারে বলা হয়েছে, সমস্ত শ্রমিকদের এক হাজার টাকা করে দেওয়া হবে, এবং বাগানের শ্রমিকরা বাগানের বৃদ্ধির ব্যাপারে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালিক কর্তৃপক্ষকে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)