Friday, January 1, 2010

শ্রমিকদের ১২ ঘন্টা কাজের রীতি বদল

জলপাইগুড়ি ৩১সে ডিসেম্বরঃ   রাজ্যে যখন মে দিবস উদযাপন করে আট ঘন্টা কাজের অধিকার প্রতিষ্ঠার পূর্তি পালন করা হয় প্রতি বছরই,  ঠিক তখন এই রাজ্যেই বছরের পর বছর ১২ ঘন্টা কাজ করানো হচ্ছে কর্মীদের। অথচ সরকার নির্বিকার। ১২ ঘন্টা কাজ করার জন্য এই কর্মীরা পান না কোন ওভারটাইম। রাজ্য সরকারের ঘোষিত নীতি হল, সমকাজে বেতন। অথচ ঠিকাদারদের অধিনে থাকা অপারেটরদের ক্ষেত্রে সরকারি নীতি প্রযোজ্য হচ্ছেনা। এমনকি ঠিকাদারদের অধিনে থাকা কর্মীচারীরা মাসে কোন ছুটিও পান না।
২৪ বছর ধরে চলে আসা ১২ ঘন্টা কাজের ধারা ইংরেজি বর্ষে পরিবর্তন করা হবে বলে প্রত্যাসা করেছেন জনস্বাস্থ কারিগরি দপ্তর।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)