Thursday, December 31, 2009

"গোঁসাইরহাটে আদর্শ পিকনিক স্পট"

জলপাইগুড়ি, ৩০শে ডিসেম্বর;    দেখতে দেখতে চলে আসল ইংরেজী নববর্ষ। শুরু হয়ে যাবে পিকনিকের সমাবেশ। তাই ভ্রমনপিপাশসু মানুষের কথা মাথায় রেখে, বনদপ্তর আদর্শ এক পিকনিক স্পট গড়ে তুলেছে গোঁসাইরহাটে। সেখানে পরিযায়ী পাখির সমাবেশ,  প্রাকৃতিক মনরোম পরিবেশ জায়গাটিকে আকর্শনীয় করে তুলেছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে পিকনিকের ভিড় উপচে পড়েছে  গোঁসাইরহাটে। বনবস্তিবাসীরা আগত পিকনিক পার্টির সদস্যদের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে নজর রাখেন। এমনকি বনবস্তিবাসীদের তাঁতে বোনা বস্ত্রসামগ্রী ইচ্ছে করলে সংগ্রহ করা যাবে। পিকনিক স্পট থেকে ৩০০ মিটার দূরে পক্ষী পর্যবেক্ষন কেন্দ্র,  পর্যবেক্ষন কেন্দ্রের উপর পাঁচজনের থাকার ব্যাবস্থা রয়েছে।
গয়েরকাটা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা ধরে খুট্টিমারীর দৃষ্টিনন্দন জঙ্গল,  খুট্টিমারির বাংলোর লাগোয়া কাঁচা রাস্তা ধরে বন এবং বনবস্তির ভেতর মধ্য দিয়ে গোঁসাইরহাট পৌছে যাওয়া যায় সহজেই।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)