হাতির জন্য স্নানের ব্যাবস্থা.....
জলপাইগুড়ি, ২৯শে ডিসেম্বরঃ গভীর জঙ্গলে স্নানাগার না, এই স্নানাগার পর্যটকদের জন্যও না। বুনো হাতিদের পানীয় জলের নিশ্চিত করার পাশাপাশি স্নানের সুবন্দোবস্ত করবার উদ্দেশেই সফল উদ্দোগ নেওয়া সম্ভব হয়েছে ১০০ দিনের কর্ম সুনিশ্চিত প্রকল্পের মাধ্যমে। মরাঘাট রেঞ্জের বনোকর্মী এবং বনোবস্তিবাসীদের চেষ্টায় এটা সফল হয়েছে। ফলে ঐ অঞ্চলের বুনোহাতির পাল এখন আর পানীয় জলের জন্য লোকালয়মুখী বিশেষ হচ্ছে না। উপদ্রব কমেছে অনেকটাই। মরাঘাট রেঞ্জ অফিসার প্রকাশ রায় সাফল্লের কথা উল্লেখ করে বলেছেন বনোবস্তিবাসীর সহযোগীতার কথা।
মরাঘাট রেঞ্জের জঙ্গল বুনোহাতিদের অস্থায়ী ঠিকানার অন্যতম। অভিজ্ঞতার নিরিখে বনোকর্মীরা দেখেছেন, বুনোহাতির পাল পানীয় জলের জন্যও লোকালয়ে হানা দেয়। জঙ্গলের ভিতরে জলের সুব্যবস্থা থাকলে বুনোহাতির পাল লোকালয়মুখী কম হবে, সেই দিকে তাকিয়ে পাতিনালা ঝোরা সংলগ্ন ১২ একর এলাকা জুড়ে জলাশয় করা হয়েছে। ১০০ দিনের কর্মসুনিশ্চিত প্রকল্পে এই কাজের জন্য ২কোটি ৫৪লক্ষ টাকা পাওয়া গেছে।
জলপাইগুড়ি ডিভিশনের ডি এফ ও জানান, বুনোহাতির দলবেধে স্নান করতে দেখতে পেয়ে বনোকর্মীরা আনন্দিত।