জলপাইগুড়ি, ১৯শে সেপ্টেম্বরঃ
থর থর করে কেঁপে উঠল পায়ের তলার মাটি ও বাড়ি। তখন ঘরিতে বাজে ৬.১০ মিনিট ৪৭ সেকেন্ট। ৬.৯ মাত্রার কম্পনে দুলে উঠল সমগ্র জলপাইগুড়ি। ভয় ও আতঙ্ক মানুষের চোখে মুখে দেখা গেল। জলপাইগুড়ি ছাড়াও আরও নানা জায়গায় এই কম্পন দেখা গেল। যেমন- শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, ময়নাগুড়ি, মালাবাজার, সিকিম, নেপাল ইত্যাদি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিম এবং সেখান থেকেই ভূমিকম্পের শুরু। জলপাইগুড়িতে দেওয়াল ভেঙে পড়ে বহু বাড়িতে। রাতভর আতংকে কাটায় জলপাইগুড়ি বাসীন্দা। সমাজপাড়া এলাকায় একটি আবাসন বাড়ি পড়ে যায় আরেকটি আবাসন বাড়ির ওপর। পান্ডাপাড়াতে একটি বাড়িতে বড়সর একটি দেওয়াল ভেঙ্গে পড়ে। জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের বাথরুমে দরজা ও জানালা ভেঙ্গে বন্দীরা প্রান ভয়ে দৌড়ে মেইন গেটের সামনে ফাঁকা জায়গায় চলে আসে। সেই সময় জেনারেটরও বিকল্প হয়ে পড়ে। কিন্তু তারা কেউই পালাতে পারেনি।
এদিকে জলপাইগুড়ি রাজবাড়ি একটি অংশ ভেঙ্গে পড়ে। রাজবাড়ির সিংহ দুয়ারে ফাটল দেখা দিয়েছে।
ভুমিকম্পের উত্স সিকিম |
এদিকে জলপাইগুড়ি রাজবাড়ি একটি অংশ ভেঙ্গে পড়ে। রাজবাড়ির সিংহ দুয়ারে ফাটল দেখা দিয়েছে।