Tuesday, September 20, 2011

নিরাপত্তার কারনে ৩০০ বন্দীকে অন্যত্র পাঠানোর ঘোষনা

জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ গত রবিবার ভূমিকম্পের কারনে ও প্রয়জনীয় নিরাপত্তার কারনে জলপাইগুড়ি সেন্ট্রাল জেল থেকে ৩০০ জন বিচারাধীন আসামীকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের ডিএসপি হেড কোয়ার্টার হরিপদ শীট ও সুপার রবীন্দ্র নাথ চক্রবর্তী।
রবিবারের ভূমিকম্পের ফলে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের দেওয়ালে ফাটল ধরেছে বলে জানান জেল সুপার রবীন্দ্রনাথ চক্রবর্তী। তিনি আরও জানান আগামি দশদিনের মধ্যে জেলে একটি নতুন ওয়ার্ডের উদবোধন করা হবে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)