জলপাইগুড়ি, ১৯শে সেপ্টেম্বরঃ আটদিন পর অনশন প্রত্যাহার করলেন KLO জঙ্গী নেতা টম অধিকারী। দ্রুত মামলা শুনানীর দাবীতে ১২ই সেপ্টেম্বর থেকে টম অধিকারী অনশণ শুরু করেন জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে। তিনি অশুস্থ হয়ে যাওয়ার কারনে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য রাষ্ট্রদ্রোহিতা, খুন আরও অন্নান্য সহ কয়েকটি জামিন অযোগ্য ধারায় টম অধিকারী বন্দী।
মঞ্জুলাল সিংহ রাজনৈতিক বন্দী সমন্বায় কমিটির পক্ষ থেকে জানান, টম অধিকারীর মুক্তির ব্যাপারে রাজ্য বন্দী মুক্তি পর্যালোচনা কমিটির সদস্য সুজাত ভদ্রের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। তার জামিনের ব্যাপারে রাজ্য সরকার বিরোধিতা না করার সিন্ধান্ত নিয়েছেন। রবিবার টম অনশন প্রাত্যাহার করেন।