Thursday, April 7, 2011

জলপাইগুড়ির রাজনৈতিক পর্যালোচনা

জলপাইগুড়ি, ৭ এপ্রিলঃ- জলপাইগুড়ির বিধানসভার আসনটি সাধারন আসন থেকে সংরক্ষিত আসনে পরিবর্তিত হয়েছে। ২০০৬ সালে কংগ্রেসের দেবপ্রসাদ রায় আসনটিতে জিতে ছিলেন। এবার এগিয়ে আছেন ডঃ সুখবিলাস বর্মা। ফরয়ার্ড ব্লকের হয়ে দাড়িঁয়েছেন কমঃ গোবিন্দ রায়।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)