Thursday, February 10, 2011

কারা রক্তদান করতে পারেন না ?

জলপাইগুড়ি, ১০ ফেব্রয়ারীঃ-
কারা রক্তদান করতে পারেন না ?
তবে পূর্ববর্তী রক্তদানের তিন মাসের মধ্যে, এন্টিবায়োটিক ঔষধ গ্রহনের সময়, গর্ভবতী মহিলা, জলাতঙ্ক রোগের ভ্যা্কসিন নেওয়ার এক বছরের মধ্যে, জন্ডিস,ম্যালেরিয়া অথবা বড় অস্ত্রপ্রচারের এক বছরের মধ্যে, রক্তশুন্যতা, হাঁপানি, অস্বাভাবিক রক্তচাপ বা কোন মারাত্বক রোগে আক্রান্ত হওয়ার পর, ড্রাগ সেবনের প্রবণতা থাকলে,
হিমোগ্লোবিন ১২ গ্রামের কম থাকলে, ভারী ভোজ বা আহারের ২ ঘন্টার মধ্যে। যারা রক্তদান করতে পারবেন না তারা রক্তদান শিবিরে এসে অন্যান্য কাজ করতে পারেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)