Saturday, September 25, 2010

"এবারেও দূর্গা প্রতিমা গড়ছেন শিল্পী উইনি রায়"

জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি লক্ষ্মন মল্লিক সরনীর বাসীন্দা উইনি রায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপনের ছাত্রী। ষষ্ঠ শ্রেনীতে পড়াকালীন তনি নিজের হাতে দূর্গা প্রতিমা তৈরী করে অবাক করে দিয়েছিলেন জলপাইগুড়ি শহরবাসীদের। তার পর থেকে প্রতিবছরই উইনি তাদের বাড়িতে পূজোর জন্য প্রতিমা তৈরী করে চলেছেন। এবারেও সমান উদ্যোগেই তিনি একই কাজে মনযোগ দিয়েছেন। হাজার ব্যাস্ততা থাকা সত্বেও অনেক পরিশ্রম করে তিনি দূর্গা প্রতিমা তৈরী করে চলেছেন। আশা করা যায় এবারেও তার তৈরী দূর্গা প্রতিমা সবার কাছে আকর্ষনীয় হয়ে উঠবে।  

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)