Wednesday, June 16, 2010

"আবার সেতুর ভাঙন"

জলপাইগুড়ি, ১৬ই জুনঃ  জলপাইগুড়ি জেলায় গত মঙ্গলবার কাদোবাড়ি সংলগ্ন এলাকার বাসুনীয়া পাড়ায় একটি পণ্যবাহী ট্রাকের ভারে সেতু ভেঙে পড়ে। অনেকদিন থেকেই পুরনো এই সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচল খুবই আশঙ্কাজনক ছিল। বর্ষার শুরুতেই সেতুটি ভেঙ্গে পড়ায় কাদোবাড়ি, ধাবগঞ্জ, গড়ালবাড়ি সহ অন্যান্ন এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছে। এই সমস্ত এলাকার জীবিকা এবং যোগাযোগের একমাএ মাধ্যম ছিল বাসুনীয়া পাড়ার সেতুটি। সেতুটি ভেঙে পড়ার ফলে সমস্যায় পড়তে হয় স্থানীয় মানুষদের। সেতুটি ভেঙে পড়ায় স্থানীয় মানুষদের জলপাইগুড়ির সঙ্গে যোগাযোগে বিছিন্ন হয়েছে। চিকিৎস্যা ব্যবস্থার জন্য স্থানীয় মানুষরা জলপাইগুড়ির ওপর নির্ভরশীল। কিন্তু সেতুটির ভাঙনের কারনে তারা বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়েছে। এই সেতুটির নির্মান খুব শীঘ্রই করা হবে বলে জানা গেছে ঐ এলাকারই বাসীন্দাদের থেকে।
ঠিক একই রকম ভাবে কিছুদিন আগে একটি পাথর বোঝাই ট্রাক যাওয়ার সময় পাঙ্গা সাহেববাড়ির পুরানো একটি সেতু ভেঙে পড়েছিল।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)