Thursday, June 3, 2010

"জলপাইগুড়িতে পুনরায় বোর্ড দখল করল কংগ্রেস"

জলপাইগুড়ি, ৩ জুনঃ   জলপাইগুড়ির পুরসভার নির্বাচনে পুনরায় বোর্ড দখল করল কংগ্রেস। ২০০৫ এর তুলনায় এবার জলপাইগুড়িতে কংগ্রেস দুটি আসন বেশি পেয়েছেন। কংগ্রেসের নির্বাচিত সদস্য সংখ্যা ১৬টি, সিপিএম আর ৭টি এবং আরএসপি ১টি আসন পেয়েছে। জেলাশাসকের দপ্তরে বুধবার ভোট গণনায় প্রথম রাউন্ড থেকে কংগ্রেস প্রার্থীরা এগিয়ে ছিল। তৃণমূলের ফল জলপাইগুড়ির পুরসভাতে খুবই হতাশাজনক। বিগত নির্বাচনে জেতা ৪নং ওয়ার্ডে তৃণমূলের হাত ছাড়া হল এবার। জলপাইগুড়ির পুরসভার পুরপ্রধান মোহন বোস ৪৩৫ ভোটের ব্যবধানে ৭ নং ওয়ার্ডে জয়ী হন। অন্য দিকে উপ পুরপ্রধান পিনাকি সেনগুপ্ত ৭৩১ ভোটে জয়ী হয়েছেন। এবার জলপাইগুড়ির পুরসভার ভোটে সবচাইতে বেশি ভোটে জয়ী হয়েছেন সিপিএমের ২৩ নং ওয়ার্ডে প্রার্থী নির্মাল্য সরকার। তিনি মোট ৮৪৪টি ভোটে জয়ী হন। ১৭ নং ওয়ার্ডের তৃণমূল নেএী পাপিয়া পাল ৭৩৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে।

       উওরবঙ্গে পুরসভার ভোটের ফলাফলঃ
________________________________
কোচবিহার
মোট আসনঃ-২০,  বামফ্রন্টঃ- ০৯,  কংগ্রেসঃ- ০৮,  তৃণমূলঃ- ০৩,
মাথাভাঙ্গা
মোট আসনঃ- ১২, বামফ্রন্টঃ- ০৬,  তৃণমূলঃ- ০৬,
জলপাইগুড়ি
মোট আসনঃ- ২৫,  বামফ্রন্টঃ- ০৮,  কংগ্রেসঃ- ১৬,  তৃণমূলঃ- ০১,
দিনহাটা
মোট আসনঃ- ১৫,  বামফ্রন্টঃ- ১৩,  তৃণমূলঃ- ০২,
তুফানগঞ্জ
মোট আসনঃ- ১২,  বামফ্রন্টঃ- ০৮,  তৃণমূলঃ- ০৪,

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)