Wednesday, June 2, 2010

"আজ জলপাইগুড়ির পৌরসভার ভোট গণনা"

জলপাইগুড়ি,২ জুনঃ   আজ  জলপাইগুড়ির পুরসভার ভোট গণনার দিন। আজ সকাল থেকে DM অফিসের সামনে উত্তেজনা দেখা গিয়েছে জনোসাধারনের মধ্যে  জলপাইগুড়িতে পুরসভার ভোট গণনা হচ্ছে কড়া  নিরাপত্তা সহ জেলাশাসকের দপ্তরে। আজ সকাল  আটটা নাগাদ ২৫টি টেবিলে ২৫টি ওয়ার্ডের ভোট গণনা শুরু করেছেন দায়িত্বে থাকা ১০০জন গণনাকর্মী। সকাল ১০টা নাগাদ সকল ওয়ার্ডের নির্বাচনের সর্ম্পকে জানা যায়। ২ এবং ৩নং ওয়ার্ডের ফল জানা যায় ছয় রাউন্ডের পর, এবং ১ ও ১১ নং ওয়ার্ডের ফলাফল জানা  যায় পাঁচ রাউন্ডের পর, ৪,৫,৬,৭,১০,১২,১৩,১৫,২১,২২,২৩,নং ওয়ার্ডের ফল জানা যায়  তিন রাউন্ডের পর৮,৯,১৪,১৬,১৭,১৮,১৯,২০,২৪,২৫ নং ওয়ার্ডের ফল জানা যায় চার রাউন্ডের পর। জলপাইগুড়ির পুরসভার ২০০৫ সালের নির্বাচনের কংগ্রেস একক ভাবে ১৪টি আসন পেয়েছিল, আর সি.পি.এম পেয়েছিল ৭টি আসন। এবার জলপাইগুড়িতে ৮৭ জন প্রার্থী লড়াই করছে। আজ ভোট গণনার মাধ্যমে জানা যায় যে গত বছরের মত এ বছরও জলপাইগুড়ি পুরসভা কংগ্রেস এর আধিনে থাকল।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)