Friday, May 28, 2010

"কিছুক্ষনের ঝড়ে ক্ষতিগ্রস্থ জলপাইগুড়ির বেশ কিছু জায়গা"

জলপাইগুড়ি, ২৮ মেঃ   গত বুধবার রাতে ঝড়ের তান্ডবে জলপাইগুড়ির সদর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু পরিবারে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তান্ডবে বুধবার রাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ডেঙ্গুয়াঝার এলাকার একটি বিদ্যুৎ লাইনের খুঁটি পড়ে যাওয়াতে এলাকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তার ধারের গাছ পড়ে আহত হয়েছেন এক ব্যাক্তি, আরও ক্ষতিগ্রস্থ হয়েছে বহু দোকান। এই এলাকার অধিকাংশ দোকান এখন বন্ধ। বিধ্বংসী ঝড়ে বেশিরভাগ দোকান ব্যাবসায়ী ক্ষতিগ্রস্থ। ২০০টি-র মত কাঁচা বাড়ি পুরোপুরি ভেঙ্গে গেছে। ক্ষতির পরিমান ৩১ লক্ষ ৫০ হাজার টাকা বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এলাকায় ত্রানের ব্যাবস্থা করা হবে বলেও জানিয়েছে প্রশাসন,  বর্তমানে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হচ্ছে। ডেঙ্গুয়াঝারের পাশাপাশি রাধাবাড়ি, সুন্দরবাড়ি, গোমস্তপাড়া, শাখেরপাড়া, পাতকাটা কলোনী এলাকা গুলিতেও ক্ষতির পরিমান প্রচুর।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)