Thursday, May 27, 2010

"গতকাল মাধ্যমিকের ফল প্রকাশ হল"

জলপাইগুড়ি, ২৭ মেঃ   গতকাল মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। ফলাফল পর্যালোচনা করে জানা গেছে গতবারের মত এবারেও জলপাইগুড়ির মাধ্যমিকের ফলাফল খারাপ। গত বছরও জলপাইগুড়ি জেলার মাধ্যমিক ফলাফল অনুশারে স্থান সবার নিচে ছিল। জেলার গ্রামাঞ্চলের বিদ্যালয় গুলিতেও ফল অত্যন্ত খারাপ হয়েছে। এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫১ হাজার ৭১৩ জন। তাদের মধ্যে উত্তীর্ন হয়েছে ৬৬.৩৪ শতাংশ পরীক্ষার্থী। উর্ত্তীণ হতে পারেনি-৩৩.৬৬ শতাংশ শিক্ষার্থী। গ্রামাঞ্চলের বিদ্যালয় গুলিতে প্রচুর ছাএছাএী রয়েছে , বিভিন্ন আন্দোলনের ফলে তারা বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি যার ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হাড় কম হয়েছে। জলপাইগুড়ি জেলার মাধ্যমিকের ফলাফল খারাপ হবার কারন তারা খতিয়ে দেখবেন। জলপাইগুড়ি জেলার মাধ্যমিকের ফলাফল খারাপ হলেও  জেলার সংলগ্ন স্কুল  সুনিতিবালা উচ্চবালিকা বিদ্যালয়ের মাধ্যমিকের ফলাফল মোটামুটি ভাল হয়েছে। সুনিতিবালা স্কুলের মোট পরিক্ষার্থী-১৭২,উর্ত্তীণ হয়েছে-১৭২, সর্বোচ্চ নাম্বার পেয়েছে 'সপ্তদীপা দাস' প্রাপ্ত নাম্বার-৭২৬।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)